Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

সঙ্গী-সাথী


আগামী নিউজ | ড. নিম হাকিম প্রকাশিত: জুলাই ১১, ২০২০, ০৯:২২ এএম
সঙ্গী-সাথী

প্রতীকী ছবি

সঙ্গে ছিল যারা
আপন ছিল না তারা
এটা ছিল না আমার জানা। 

অসহায় যখন 
পেলাম না তখন 
তাই রয়ে গেল যন্ত্রণা। 

যখন হলো জানা
বলতে ছিলো মানা
তাই রয়ে গেল যন্ত্রণা।

তোমার রাজ্যে থাকি
তাই খুলছো নেকাব
একদিন হবে তোমার হিসাব।

আগামীনিউজ/জেএফএস

Dr. Neem