Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

নিম অর্গানিক লিমিটেড এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি


আগামী নিউজ | চাকরি ডেস্ক প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ০২:১০ পিএম
নিম অর্গানিক লিমিটেড এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিম অর্গানিক লিমিটেড। নিম অর্গানিক লিমিটেডের শোরুমের জন্য দুই জন সেলস্ র্গাল, একজন ফ্যাক্টরী ম্যানেজার, একজন কর্পোরেট সেলস অফিসার, দুই জন প্রমোটর (গার্লস) পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

আগ্রহী প্রার্থীরা ডাক যোগে বা ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৫ র্মাচ।

দুই জন সেলস্ র্গাল : যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস, বেতন: ৮০০০ টাকা।

একজন ফ্যাক্টরী ম্যানেজার: বেতন: ১৫,০০০ টাকা, যোগ্যতা: কমপক্ষে স্নাতক।

উভয় কর্মস্থল: রাজবাড়ী।

একজন কর্পোরেট সেলস অফিসার: বেতন: ১৫,০০০ টাকা, যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাস।

দুই জন প্রমোটর (গার্লস): বেতন: ১২,০০০ টাকা, কর্মস্থল: ঢাকা শহর

নিম অর্গানিক লিমিটেড
বাড়ি:
৪০৯ সড়ক: ২৯, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২০৬।

ই-মেইল: [email protected]

বি:দ্র: ব্যক্তিগত যোগাযোগ কাম্য নয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে