ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হুমায়ূন রশিদ জনি। যিনি এই ওয়ার্ডবাসীর ভালোবাসায় পুনরায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। গত মেয়াদে তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন যা চোখে পরার মতো। তবে এবার তিনি এই ওয়ার্ডকে কিভাবে সাজাতে চান, নতুন কি পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে কথায় হয় ‘আগামী নিউজের’ সাথে।
আগামীনিউজ: কেমন আছেন?
আলহাজ্ব হুমায়ূন রশিদ জনি: আলহামদুলিল্লাহ ভালো আছি।
আগামীনিউজ: গত মেয়াদে আপনি কাউন্সিলর হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করায় এক হিসেবে ওয়ার্ডবাসী আপনাকে ভালোবেসে পুনরায় দায়িত্বে বহাল রেখেছে সেটা কিভাবে দেখছেন আপনি?
আলহাজ্ব হুমায়ূন রশিদ জনি: কর্মের ফল আল্লাহ সবাইকে দিয়ে থাকে এটা সত্য কথা। আমি গত মেয়াদে যতটুকু সম্ভব কাজ করে গিয়েছি। এই ওয়ার্ডের মূল যে সমস্যাগুলো ছিলো তা ‘ফাইন্ড আউট’ করে শতভাগ সমাধান করার চেষ্টা করেছি। বাট কতটুকু করতে পেরেছি তা জানি না। তবে এবার এই ওয়ার্ডের সকল সমস্যা দূর করবো ইনশাআল্লাহ।
আগামীনিউজ: বর্তমানে এই ওয়ার্ডের কি কি সমস্যা আছে বলে আপনি মনে করেন?
আলহাজ্ব হুমায়ূন রশিদ জনি: আমার এই ওয়ার্ডে মূল সমস্যা ‘সুপেয় পানি’ ও ‘রাস্তা’। এই পানির সমস্যা সমাধানের জন্য গত মেয়াদে আমি ৮টি পানির পাম্প স্থাপন করেছি। যার সুফল এলাকাবাসি স্বচোখে দেখতে পাচ্ছে। তবে এবার যেন ঘরে ঘরে সবাই সুপেয় পানি পান করতে পারে সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অন্যদিকে এই ওয়ার্ডের অনেকগুলো রাস্তা এখনও সরু তা প্রশস্ত করবো এবং সকল রাস্তা ভালোভাবে মেরামত করে এলাকাবাসীর জন্য চলাচল উপযোগী করে গড়ে তুলবো।
আগামীনিউজ: আপনি মাদক ও সন্ত্রাসের বিষয়ে কি কি ভূমিকা রাখবেন?
আলহাজ্ব হুমায়ূন রশিদ জনি: আমার এই ওয়ার্ডে মাদকের কেনা বোচা এখন নেই বললেই চলে। কিছু কিছু থাকতে পারে তবে তাদেরকে নজরে আনতে পারলে কোন ধরনের ছাড় হবে না। প্রশাসনের সহযোগিতা নিয়ে মূল শিকড় উপড়ে ফেলে দিবো। একই ভাবে সন্ত্রাসের ক্ষেত্রেও।
আগামীনিউজ: গত মেয়াদ কালে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে যার ব্যাপক প্রভাব আপনার এই ওয়ার্ডেও পরেছে। তবে এই ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম তেমন একটা চোখে পরেনি। এবার কি প্রস্তুতি?
আলহাজ্ব হুমায়ূন রশিদ জনি: ডেঙ্গুর প্রভাব পরার সাথে সাথে আমরা মশক নিধন কার্যক্রম চালিয়ে গেছি। যা সব সময় অব্যহত ছিল। তবে সিটি করপোরেশন থেকে আমার যতটুকু বরাদ্ধ ছিল তা সব টুকু ব্যবহার করে এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। তবে এবার বলতে চাই মশক নিধন কার্যক্রম একটানা চলতেই থাকবে। এছাড়া এই ওয়ার্ডের জন্য একটি হট লাইন চালু করবো। যাতে যেকোন সমস্যা এই হট লাইনে কল করা মাত্রই আমরা সমাধানের চেষ্টা করবো।
আগামীনিউজ: আমরা চাই আপনি এই ওয়ার্ড বাসীর জন্য ভালো কিছু করুন। সুখে-দুঃখে সবাই যেন আপনাকে পাশে পায় সে আশা রাখি। ভালো থাকবে। আগামী নিউজের পক্ষ থেকে আপনাকে শুভ কামনা।
আলহাজ্ব হুমায়ূন রশিদ জনি: আগামী নিউজ এর জন্যও শুভকামনা। তারা যেন বাংলাদেশের মানুষের পাশে থেকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে পারে সেই কামনাই করি। আর আমার দরজা সকলের জন্য সব সময় উন্মক্ত। ভালো থাকবেন ও ভালো রাখবেন।
আগামীনিউজ/ মহিন/মিজান