Dr. Neem on Daraz
Victory Day

জন্মদিনে ‘বিশেষ’ মানুষের সঙ্গে মালদ্বীপে নিপুণ


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ৯, ২০২৩, ০৪:৫৬ পিএম
জন্মদিনে ‘বিশেষ’ মানুষের সঙ্গে মালদ্বীপে নিপুণ

ফাইল ছবি

ঢাকাঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা নিপুণ আক্তারের জন্মদিন আজ। ১৯৮৪ সালের আজকের দিনেই পৃথিবীতে এসেছেন তিনি। শুক্রবার (৯ জুন) জীবনের ৩৯ বসন্ত পেরিয়ে ৪০-এ পা রাখলেন এই অভিনেত্রী।

জানা গেছে, নিজের জীবনের বিশেষ এই দিনটি মালদ্বীপে উদযাপন করছেন নিপুণ। যেখানে তার সঙ্গে রয়েছেন ‘বিশেষ’ একজন মানুষ। 


এই অভিনেত্রী জানান, ‘বিশেষ’ সেই মানুষটি জন্মদিনের সারপ্রাইজ দিতে আমেরিকা থেকে এসে তাকে সঙ্গে নিয়ে মালদ্বীপে গেছেন। এমনকি এই ভ্রমণের অর্ধেক খরচও তিনিই বহন করছেন। 

কে সেই বিশেষ মানুষ? নিপুণ জানালেন- সে তার একমাত্র মেয়ে তানিশা। যিনি আমেরিকার লস এঞ্জেলসের ইউসিএলএ ইউনিভার্সিটিতে সাইকোলজি বিষয়ে পড়াশোনা করছে। 

নিপুণ বলেন, ‘মে মাসে ছুটি কাটাতে বাংলাদেশে এসেছে তানিশা। দেশে এসেই সে জানায়, আমার জন্মদিন মালদ্বীপে উদযাপন করতে চায়। এমনকি ভ্রমণের অর্ধেক খরচও সে বহন করতে চায়। এরপর দু’জনে গত ৭ জুন এখানে এসেছি। ১১ জুন দেশে ফিরবো। মালদ্বীপে আমাদের সময়টা বেশ ভালো কাটছে।’


নিপুণ জানান, মালদ্বীপ ভ্রমণের ড্রেস, জুতাও কিনে দিয়েছে তানিশা। সন্ধ্যায় মায়ের সঙ্গে কেক কাটার আয়োজনও করে রেখেছে সে।

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে