Dr. Neem on Daraz
Victory Day

পথে পথে পত্রিকা বিক্রি করছেন সাফা কবির!


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ১২:১০ পিএম
পথে পথে পত্রিকা বিক্রি করছেন সাফা কবির!

ঢাকাঃ ছোটপর্দার জনপ্রিয় অভনেত্রী সাফা কবির পথে পথে ঘুরে খবরের কাগজ বিক্রি করছেন। পরনে সাদামাটা পোশাক, চোখে মুখে ক্লান্তির ছাপ। 

চিত্রটা রাজধানী উত্তরার রাজলক্ষ্মী শপিং মলের পাশে প্রধান সড়ক ও আশপাশের ফুটওভার ব্রিজের। প্রথমবার দেখলেই যে কেউ ভড়কে যাবেন, বিশ্বাসই হওয়ার উপায় নেই যে তিনি সাফা কবির। শতশত মানুষের ভিড়ে বেশিরভাগ মানুষই চিনতে পারেননি যে তিনি সাফা!

সাফা কবিরের ছবিটি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। তবে কি অভিনয় ছেড়ে পত্রিকা বিক্রি শুরু করলেন সাফা? না, বিষয়টা এমন নয়। খবরের ফেরিওয়ালা নামের একটি নাটকে অভিনয় করছেন তিনি। সেকারণে ধরেছিলেন এই বেশ।

নাটকটিতে সাফার সঙ্গে আরও অভিনয় করছেন ইয়াশ রোহান। তিনি এতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার নাটকটির শুটিং শুরু হয়েছে। আহমেদ তাওকীরের চিত্রনাট্যে নির্মিত হচ্ছে নাটকটি।

তাওকীর বলেন, ‘পত্রিকার পাতা খুললেই শুধু নেতিবাচক খবর চোখে পড়ে আমাদের। পাঠকের পাশাপাশি খবর সংগ্রহ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়া মানুষরাও এসব নেতিবাচক খবরে নাভিশ্বাস প্রায়! তারা দিনশেষে ইতিবাচক শান্তির খবর খুঁজে বেড়ান। এমন ইতিবাচক বার্তা থাকছে এই নাটকে।’

এ প্রসঙ্গে সাফা কবিরের বয়ান এমন, ‘ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মেয়েটির দিন শুরু হয়। কাকডাকা ভোরে খবরের কাগজ হাতে নিয়ে শহরের রাস্তায় রাস্তায় পত্রিকা বিক্রি করে বেড়ায়। বৃষ্টিতে ভেজা কিংবা রোদে পোড়া কোনো কিছুর তোয়াক্কা করে না সে। এমনই এক হকারের চরিত্রে অভিনয় করছি। এটা আমার অভিনয় জীবনের জন্য অন্যরকম অভিজ্ঞতা। কাজটি ভালো হচ্ছে। গল্পটি আলাদা। আশা করছি দর্শকরা পছন্দ করবেন।’

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে