Dr. Neem on Daraz
Victory Day

বিশ্ববাজারে দাম কমছে সোনার


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৯:২৮ এএম
বিশ্ববাজারে দাম কমছে সোনার

ফাইল ছবি

ঢাকাঃ গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে র্স্বণরে দামে বড় পতন হয়ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্সে র্স্বণরে দাম কমছেে ৫০ ডলার। অবশ্য এই দরপতনে আগে আন্তর্জাতিক বাজারে র্স্বণরে দাম র্উদ্ধমুখী ছিল।

গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স র্স্বণরে দাম ছলি এক হাজার ৮৪৩ দশমকি শূন্য ৬ ডলার। সপ্তাহ শেষে তা কমে দাঁড়য়িছেে এক হাজার ৭৯২ দশমকি ৬৯ ডলার। অর্থাৎ সপ্তাহের ব্যাবধানে আউন্সে দ্বর্ণের দাম কমছেে ৫০ দশমকি ৩৭ ডলার বা দুই দশমকি ৮১ শতাংশ।

অপরদিকে গত সপ্তাহে রুপার দাম ৫ দশমকি ৯৩ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়য়িছেে ২৩ দশমকি ১৩ ডলার।

এই দরপতনের আগে আন্তর্জাতিক বাজারে দামে বড় উত্থান হয়। যার পরিপ্রেক্ষিতে দেশের বাজারওে দাম বাড়ানো হয়। সর্বনিম্ন গত ১৩ নভেম্বর ভারতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বাজুস।

তবে এখন র্পযন্ত আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহের দরপতনে কারণে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে কমনোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদশে জুয়েলার্স সমিতি (বাজুস)।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে