Dr. Neem on Daraz
Victory Day

যোগ্যতা থাকলে কাউকে দমিয়ে রাখা যায় না: সুমন জিহাদী


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া) প্রকাশিত: মে ২৯, ২০২৩, ১২:২৯ পিএম
যোগ্যতা থাকলে কাউকে দমিয়ে রাখা যায় না: সুমন জিহাদী

বগুড়াঃ দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী বলেছেন, যোগ্যতা থাকলে কাউকে দমিয়ে রাখা যায় না। শত প্রতিবন্ধকতা সত্বেও যোগ্যরা কাজ করে নিজেকে তুলে ধরতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ করেই পদ্মাসেতু নির্মাণ করে নিজেকে যোগ্যতার আসনে তুলে ধরেছেন।

রোববার (২৮ মে) দুপুরে দুপচাঁচিয়া পৌরসভার আয়োজনে মতবিনিময় সভায় সুমন জিহাদী আরও বলেন, কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য পরিকল্পিত কাজগুলোর জন্য কমিটি করা প্রয়োজন। পৌরসভার কাউন্সিলরসহ সুশীল ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত কমিটির তদারকি করে পৌরসভার মেয়র কাজ বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারেন। কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে একজন মেয়র নিজেকে তুলে ধরতে পারেন জনগণের মাঝে।

দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পৌর হলরুমে আয়োজিত ওইসভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দেওয়ান পলাশ/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে