Dr. Neem on Daraz
Victory Day

নাগর নদের বুকে আবারও কি ভাসবে নৌকা?


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া) প্রকাশিত: মে ৮, ২০২৩, ০১:০৩ পিএম
নাগর নদের বুকে আবারও কি ভাসবে নৌকা?

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলার কোল ঘেঁষে বয়ে চলা নাগর নদ আজ মৃতপ্রায়। সেই কবে, থেমে গেছে নাগরের প্রবাহমান স্রোত। বর্ষা মৌসুমেও নদে জমে হাটু পানি। নদের তলানি ছোঁয়া পানিতে বাসা বেধেছে কচুরিপানা। বর্তমানে নদের এমন দৃশ্য ভুলিয়ে দিতে বসেছে যৌবনের নাগর নদ কে। বেহাল নদের আর কি কখনও ভাসবে নৌকা? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। 

তথ্য বলছে, প্রায় ৩১ বছর আগে হারিয়ে যাওয়া নাগর নদের সাময়িকভাবে যৌবন দৃশ্য ফিরে এসেছিল ২০২২ সালের ৩০ মে থেকে শুরু হয়ে কিছুদিন পর্যন্ত। দুপচাঁচিয়া থানা পুলিশের উদ্যোগে নাগরে ভাসানো হয়েছিল নৌকা। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নৌকা ভাসানো হলে নাগর নদে জেগে ওঠে আবারও সাময়িক যৌবন। নাগরে ভাসানো সেই নৌকায় যেন হয়ে ওঠেছিল আবারও নাগর নদ বেঁচে ফিরে আসার স্বপ্নপ্রতীক। কিন্তু নদের বেহাল অবস্থা কে ঘিরে ফিঁকে হয়ে যেতে বসেছে সেই স্বপ্নও।

স্থানীয়রা জানায়, এককালের প্রবাহমান নাগর নদ কে মেরে ফেলেছে মাটি ও বালু খাদকরা। মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটার ফলে নদের গর্ভে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় কূপ। নদে তলানী মসৃন না থাকায় এবং কূপে পানি জমে যাওয়ায় বাধাগ্রস্ত হয় স্রোত। 

তবে স্থানীয়দের দাবি, নাগর নদে নৌকা ভাসিয়ে যে স্বপ্ন জেগে উঠেছিল, সেই স্বপ্ন যেন ফিরে আসে বাস্তবরূপে।

দেওয়ান পলাশ/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে