Dr. Neem on Daraz
Victory Day

ক্রেতা আকৃষ্ট করতে জিলাপিতে কাপড়ের রং


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি,কুমিল্লা প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৮:৪২ পিএম
ক্রেতা আকৃষ্ট করতে জিলাপিতে কাপড়ের রং

কুমিল্লাঃ কুমিল্লায় জিলাপী‌তে ক্ষ‌তিকারক কাপ‌ড়ের রং ব্যবহারের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থে‌কে দুপুর পর্যন্ত নগরীর গোয়ালপ‌ট্টি এলাকায় এই তদারক‌ি অভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় জিলাপী‌তে ক্ষ‌তিকারক রং ব‌্যবহার করায় মেসার্স বিস‌মিল্লাহ সুইটস‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১৭ কে‌জি রং মি‌শ্রিত জিলাপী, ৩০ কেজি রং‌মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ ক‌রে ধ্বংস করা হ‌য়। একই অভিযোগ রামকৃষ্ণ ভাণ্ডার‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১০ কে‌জি রং মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

অভিযানে দু‌টি প্রতিষ্ঠা‌নের মা‌লিক স্বীকার ক‌রেন যে, ক্রেতা‌দের আকৃষ্ট কর‌তে অল্প ক‌রে রং মেশান। চকবাজা‌রের বি‌ভিন্ন দোকান থে‌কে অল্প দা‌মে এগু‌লো কি‌নে আ‌নেন। এখন থে‌কে আর ব‌্যবহার কর‌বেন না ব‌লে অঙ্গীকার ক‌রেন। ‌

সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে পরিচা‌লিত এ অভিযানে কু‌সিক স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর মোহাম্মদ মেছবাহ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে