Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

মেহেরপুরে বিক্রয় কর্মীর রহস্যজনক মৃত্যু


আগামী নিউজ | কাজল মাহমুদ, মেহেরপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৮:০৭ পিএম
মেহেরপুরে বিক্রয় কর্মীর রহস্যজনক মৃত্যু

ছবি: আগামী নিউজ

মেহেরপুরঃ সদরের ঈদগাহ পাড়ার রিপন হোসেন নামের এক ব্যক্তির বাড়ির তিনতলার একটি কক্ষ থেকে বৃহস্পতিবার (১০জুন) সকালে কবির নামে গন্ধরাজ তেল কোম্পানির প্রতিনিধির লাশ উদ্ধার করা হয়। কবির হোসেন মাগুরা জেলার বাসিন্দা। কবির হোসেন ঐ বাড়িতে ভাড়া থাকতেন।

এ বিষয়ে বাড়ির মালিক মোঃ রিপন বলেন, কবির হোসেন গত ৩ জুন এসেছে আমার বাসায়। মেহেরপুর আলেয়া ষ্টোরের মালিকের ছেলে মহব্বত ভাই নিজে এসে তাকে আমার বাসায় তুলে দিয়ে যায়। 

এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) শাহ দারা জানান, প্রাথমিকভাবে তার মৃত্যর কোন তথ্য  পাওয়া যায়নি। তার পরিবারের লোকজন এখনও পৌছায়নি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।