Dr. Neem on Daraz
Victory Day

বগুড়া-১ আসনে উপ-নির্বাচনে সাত প্রার্থীর মনোনয়ন উত্তোলন


আগামী নিউজ | বগুড়া প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৬:৫৭ পিএম
বগুড়া-১ আসনে উপ-নির্বাচনে সাত প্রার্থীর মনোনয়ন উত্তোলন

জাতীয় সংসদের ৩৬ বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনের উপ-নির্বাচনে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত সাত জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

এরা হলেন- আওয়ামী লীগ মনোনীন প্রার্থী প্রয়াত এমপি আব্দুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান শিল্পী, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোকছেদুল আলম, এনপিপির (ন্যাশনাল পিপলস পার্টি) প্রার্থী আব্দুল হাই মন্ডল, পিডিবির প্রার্থী বগুড়া সদরের মো. রনি, স্বতন্ত্র প্রার্থী  সারিয়াকান্দির আব্দুল মান্নান মিয়া ও সারিয়াকান্দির ইয়াসির রহমতউল্লাহ। 

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১ মার্চ রবিবার যাচাই-বাছাই, ৮ই মার্চ প্রত্যাহার ও ৯ই মার্চ প্রতীক বরাদ্দ করা হবে। 

সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে ৫ জন ও সারিয়াকান্দি নির্বাচন অফিস থেকে ২ জন এই সাত জন প্রার্থী বুধবার পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছে। সোনাতলায় কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি। 

উল্লেখ্য, বগুড়া-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান গত ১৮ জানুয়ারি মৃত্যুবরণ করলে আসনটি শূণ্য হয়। 

আগামীনিউজ/নাহিদ/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে