Dr. Neem on Daraz
Victory Day

শার্শায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর) প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ০৩:৫২ পিএম
শার্শায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

যশোরঃ যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ বাবু হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) ভোরের দিকে উপজেলার জিরেনগাছা- কাশিয়াডাঙ্গা সড়কের কাটাখাল ব্রীজের উপর থেকে অস্ত্র গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবু হোসেন উপজেলার জিরেনগাছা গ্রামের রফিকুলের ছেলে।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাটাখাল ব্রীজের উপর অস্ত্রসহ এক যুবক অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আনিসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাবু হোসেনকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শার্শা থানায় মামলার হয়েছে বলে তিনি জানান।

মোঃ মনির হোসেন/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে