Dr. Neem on Daraz
Victory Day

জাতীয় গ্রিডে বিপর্যয়, দেড় ঘণ্টা বিদ্যুৎহীন সিলেট বিভাগ


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, সিলেট প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৫:১০ পিএম
জাতীয় গ্রিডে বিপর্যয়, দেড় ঘণ্টা বিদ্যুৎহীন সিলেট বিভাগ

ফাইল ছবি

সিলেটঃ আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালনে বিপর্যয় ঘটায় প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল সিলেট বিভাগ।

সোমবার (২৪ জুলাই) বেলা ১টা ১০ মিনিটে সিলেটে গ্রিড বিপর্যয় ঘটে। এরপর বিকাল পৌনে তিনটার দিকে সঞ্চালন স্বাভাবিক পর্যায়ে আসে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেন, গ্রিড ফেইল করে আশুগঞ্জ থেকে ১৩২ কেভি সার্কিট দুটো বন্ধ থাকায় সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগবে। 

বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেট এফ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম জানান, আশুগঞ্জ গ্রিড ফেল করে ১৩২ কেভি সার্কিট দু'টোই বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়। এতে পুরো সিলেট ১ টা ১০ মিনিট থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিকাল পৌনে ৩ টার দিকে কিছুস স্থানে সরবরাহ চালু করা গেলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকঘণ্টা সময় লাগবে।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে