Dr. Neem on Daraz
Victory Day

পড়া না করায় বেত্রাঘাতে শিক্ষার্থী হাসপাতালে


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রকাশিত: মে ২৯, ২০২৩, ০১:৩৩ পিএম
পড়া না করায় বেত্রাঘাতে শিক্ষার্থী হাসপাতালে

চুয়াডাঙ্গাঃ প্রাইভেট শিক্ষকের বেত্রাঘাতে এক স্কুলছাত্র আহত হওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার প্রাইভেট শিক্ষক মোহাম্মদ সজীব এ ঘটনা ঘটায়। এ বিষয়ে রবিবার রাতে ভুক্তভোগীর পরিবার চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী চুয়াডাঙ্গা শহরের জোয়ার্দ্দারপাড়ার বাসিন্দা। সে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। অভিযুক্ত শিক্ষক সজীব শহরের বাগানপাড়ার আলী মাসুদ জোয়ার্দ্দার বাবুর ছেলে।

স্কুলছাত্রের পিতা বলেন, ‘আমার ছেলে হোমওয়ার্ক না করায় শিক্ষক সজীব তাকে বেতের লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে। যা সহ্য করার মতো নয়। ছেলেকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই শিক্ষকের বিচারের দাবিতে আমার স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।’

তিনি আরও বলেন, ‘থানায় অভিযোগ করার পর ওই শিক্ষকের পিতা আমাকে মুঠোফোনে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন। বিষয়টি নিয়ে সামনে না এগুনোর জন্য সতর্ক করেন।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা আরিজ বলেন, ওই কিশোরের বাম পায়ে একাধিক আঘাতের  চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মা একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামান আখতার/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে