Dr. Neem on Daraz
Victory Day

নীলফামারীতে পানির ট্যাংকসহ ট্রাক্টর উল্টে প্রাণ গেল শিশুর


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক, নীলফামারী প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ০৩:৫২ পিএম
নীলফামারীতে পানির ট্যাংকসহ ট্রাক্টর উল্টে প্রাণ গেল শিশুর

নীলফামারী সদরে পানির ট্যাংকসহ ট্রাক্টর উল্টে আল আমিন হোসেন (৪) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আল আমিন একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মোকাদ্দেসুর রহমানের ছেলে। অপর আহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশে আল আমিনসহ আরও কয়েকজন শিশু খেলা করছিল। এসময় রাস্তা সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের ৫ হাজার লিটার পানির ট্যাংকি নিয়ে ট্রাক্টর ট্রলি যাওয়ার সময় উল্টে শিশুদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে ট্রলির চাপায় শিশু আল আমিন মারা যায়। ট্যাংকির আঘাতে অপর এক শিশুকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মুক্তারুল আলম বলেন, ঘটনাটি শুনেছি, আমাদের লোক যাচ্ছে ঘটনাস্থলে

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে