Dr. Neem on Daraz
Victory Day

চুনারুঘাটে মশার কয়েলে আগুন লেগে গোয়ালঘর ভস্মীভূত


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ০৭:২২ পিএম
চুনারুঘাটে মশার কয়েলে আগুন লেগে গোয়ালঘর ভস্মীভূত

হবিগঞ্জঃ হবিগঞ্জের চুনারুঘাটে মশার কয়েল থেকে আগুন লেগে একটি গোয়ালঘর ভস্মীভূত হয়েছে।

জানা গেছে, শনিবার দিবাগত রাতে কোনো এক সময়ে উপজেলার ৯ নম্বর রাণীগাঁও ইউনিয়নের উত্তর বড়জুষ (কালিয়া) গ্রামের কৃষক আঃ কাইয়ূমের বসতবাড়ির তার একটি গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে গোয়ালঘরসহ ঘরের ভিতরে থাকা চারটি গরু, দুইটা ছাগল, দুইটা ভেড়া ও সাতত্রিশটি হাঁস-মোরগ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ/ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় কৃষক আঃ কাইয়ূম। আঃ কাইয়ূম জানান, প্রতিদিনের মতো তার গোয়াল ঘরে মশার উপদ্রব থেকে রক্ষা পেতে কয়েল জ্বালিয়ে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে রাতের কোনো একসময় তার গোয়ালঘরে আগুন লেগে যায়। হঠাৎ গোয়ালঘরে আগুন ধাও ধাও করে জ্বলতে দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এই অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন।             

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে