Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামে করোনায় আক্রান্ত সংখ্যা ৫১ হাজার ছাড়ালো


আগামী নিউজ | শরীফ হায়দার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৮, ২০২১, ০১:০১ পিএম
চট্টগ্রামে করোনায় আক্রান্ত সংখ্যা ৫১ হাজার ছাড়ালো

ফাইল ফটো

চট্টগ্রামঃ মহামারী করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩, জনের মৃত্যু হয়েছে। এবং নতুন করে ১৩৬, জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
 
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৯৩৬, জনের শরীরে নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১৩৬, জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
 
আজ (৮ মে) শনিবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।
 
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১, হাজার ১১জন। এবং মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৫৫, জনে দাড়িয়েছে।
 
আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১০১ এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৩৫ জন।
 
উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মহানগরীর ৮, এলাকাকে করোনার রেড জোন হিসাবে ঘোষণা করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে