Dr. Neem on Daraz
Victory Day

কক্সবাজারে ভেসে ওঠলো বিশালাকার মৃত তিমি


আগামী নিউজ | জাফর আলম,কক্সবাজার জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১, ০৪:৩৬ পিএম
কক্সবাজারে ভেসে ওঠলো বিশালাকার মৃত তিমি

ছবি: আগামী নিউজ

কক্সবাজারঃ কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি পয়েন্টে ভেসে ওঠেছে বিশালাকার মৃত তিমি।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে মরা-পঁচা তিমিটি দেখতে পায় স্থানীয় বাসিন্ধা।খবর পেয়ে স্থানীয় পুলিশ,উপজেলা প্রশাসক,পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গেছেন।

তিমিটি অনুমান ৭ বছর বয়সী এবং ৪২ ফুট দীর্ঘ হবে বলে ধারণা স্থানীয় জেলেদের।লকডাউনের কারণে সাগরে মাছধরার ট্রলার বন্ধ।তাই তিমিটি সহজেই তীরে ভেসে এসেছে বলে ধারণা করেছে প্রত্যক্ষদর্শীরা।অনেকে এও বলছে,বাংলাদেশের জলসীমায় স্বভাবত এত বিশালাকার তিমির দেখা মেলে না।শান্ত সাগরে কিভাবে এটি তীরে ভিড়লো?বিশেষজ্ঞরাই আসল রহস্য বের করতে পারবে।

এদিকে,সাগরে মৃত তিমি ভেসে আসার খবরে ছুটে গেছে স্থানীয় বাসিন্দা।এক নজর দেখতে ভিড় করে মেরিন ড্রাইভ সড়ক হয়ে চলাচলকারী গাড়ির যাত্রী ও সাধারণ পথচারীরা।সবার মাঝে দেখা দিয়েছে কৌতুহল। অনেকে তিমির পাশে ঘেঁষে ছবি তুলছে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে