ছবি সংগৃহীত
উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল। একটিকে ছাড়া অন্যটির অস্তিত্ব কল্পনা করা যায় না। মানব সভ্যতার বিকাশের সাথে সাথে বিলুপ্ত হয়েছে বহু উদ্ভিদ ও প্রাণীর। এসব উদ্ভিদ ও প্রাণী বিলুপ্তির ফলে ইতোমধ্যেই প্রকৃতি ও মনুষের ওপর এর বিরূপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আমাদের জীবনে উদ্ভিদ তথা বৃক্ষের গুরুত্ব যে অপরিসীম, সেটা বলার অপেক্ষা রাখে না। অপরদিকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বেঁচে থাকার জন্য জীববৈচিত্র্য প্রয়োজন। কিন্তু চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে প্রযুক্তির দিকে জোকছে মানুষ। এমন পরিস্থিতে উদ্ভিদ ও প্রাণীর সম্পর্কে জানার যথোপযুক্ত সুযোগ ও উৎসাহ পাচ্ছে না নতুন প্রজন্ম। নতুন প্রজন্ম এসব উদ্ভিদ ও প্রাণীর সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হচ্ছে না । এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে আরো অনেক জীব ও উদ্ভিদ বিলুপ্ত ঘটবে বলে অভিমত বিশ্লেষকদের।
অক্সিজেন ব্যতিরেকেও উদ্ভিদ থেকে আমরা পাই নানা খাদ্যদ্রব্য, কাঠ, কয়লা, জ্বালানি, কাগজ, এমনি আরও কত-কী! তা ছাড়া নানা রকম ওষুধও পাই উদ্ভিদ থেকে। কিন্তু নতুন প্রজন্মের উদ্ভিদদের ওষুধি গুণ সম্পর্কে খুব কমই ধারণা রয়েছে। মানুষসহ সমগ্র প্রাণী ও উদ্ভিদজগতের বেঁচে থাকার জন্য প্রাকৃতিক ভারসাম্য একান্ত অপরিহার্য। আর এই ভারসাম্য বজায় রাখতে সঠিক সংখ্যায় সকল প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বেঁচে থাকাটা অত্যন্ত জরুরী। মানুষের সুস্থভাবে বেঁচে থাকা এবং স্বাভাবিক জীবন যাপনের স্বার্থে জীববৈচিত্র্যে রক্ষা করা আবশ্যক।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) চেয়ারম্যান আবু নাসের খান আগামী নিউজ ডটকমকে বলেন, একটি শিশু জন্মের পর আমরা তার হাতে মুঠোফোন তুলে দিচ্ছি। তাদের হাতে আমাদের গাছ তুলে দিতে হবে। তাদেরকে গাছ লাগেতে আরো উদ্বুদ্ধ করতে হবে। বর্তমান সমাজ স্মার্টফোন, ইন্টারনেট ব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে নতুন প্রজন্ম।
এক গবেষণায় জানা গেছে, প্রতি বছর প্রায় ১০ হাজার প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। এদিকে বিগত আড়াই শ বছরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে কমপক্ষে ৬০০ প্রজাতির উদ্ভিদ। এই বিলুপ্তির হার পাখি, উভচর ও স্তন্যপায়ী প্রাণীর তুলনায় দ্বিগুণ।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, অন্তত ১০ লাখ প্রাণী ও উদ্ভিদ প্রজাতি বিলুপ্তির আশঙ্কা রয়েছে। রয়েল বোটানিক গার্ডেন ও স্টকহোম ইউনিভার্সিটির বিজ্ঞানীদের এক যৌথ প্রতিবেদনে বলা হয়, নানা কারণেই এই বিলুপ্তির ঘটনা ঘটছে। উদ্ভিদের বিলুপ্তি হচ্ছে স্বাভাবিকের চেয়ে ৫ শ গুণ দ্রুত গতিতে।
গবেষক ও বিজ্ঞানীরা জানান, বিগত আড়াই শ বছরে ৫৭১ প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত হয়েছে। অপরদিকে প্রাণী বিলুপ্ত হয়েছে ২১৭টি। তবে মাত্র কয়েকটি বিলুপ্ত উদ্ভিদ প্রজাতি এসময় নতুন করে আবিষ্কারও করা হয়। যেহেতু, সবুজ এই পৃথিবী উদ্ভিদের ওপর নির্ভরশীল। গবেষকদলের বিশ্বাস তাদের এই প্রতিবেদন সবার টনক নাড়াতে সক্ষম হবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ গবেষক ডক্টর রোব স্লাগেরো-গোমেজ বলেন, আমরা আমাদের আহার-আশ্রয়ের জন্য সরাসরি উদ্ভিদের ওপর নির্ভরশীল। বাস্তু-সংস্থানেও উদ্ভিদের বিকল্প নেই বলে জানান তিনি।
আগামী নিউজ/ইয়াকুব/নাঈম