Dr. Neem on Daraz
Victory Day

বন বাঁচাতে জার্মানিতে পরিবেশবাদীদের অভিনব বিক্ষোভ


আগামী নিউজ প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০, ০৬:৩৩ পিএম
বন বাঁচাতে জার্মানিতে পরিবেশবাদীদের অভিনব বিক্ষোভ

ঢাকাঃ জার্মানির একটি সড়ক প্রশস্ত করার জন্য হেসে রাজ্যের একটি বনের গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ করছেন জার্মানির পরিবেশবাদীরা৷ তাদের সরিয়ে দিতে পুলিশের বিশেষ বাহিনী কাজ করছে৷

বিস্তারিত ছবিঘরে৷

বিক্ষোভের মুখে অব্যাহত নির্মাণ কাজ
হেসে রাজ্যের ডানেনরোড অরণ্যের পাশে A49 মহাসড়ক প্রশস্তের কাজ চলছে৷ মঙ্গলবার এর বিরুদ্ধে সেই অরণ্যে অবস্থান করছিলেন পরিবেশবাদীরা৷ বিক্ষোভকারীদের সরিয়ে অব্যাহত রয়েছে সড়ক নির্মাণ কাজ৷

গাছ কাটা বন্ধে ভিন্নধর্মী প্রতিবাদ
বনের গাছ যাতে না কাটা হয় সেজন্য চেষ্টা করছেন এই পরিবেশবাদীরা৷ কেউ গাছে মাচা বেঁধে, ট্রি হাউজ বানিয়ে, হ্যামক ঝুলিয়ে প্রতিবাদের ভিন্ন পন্থা বেছে নিয়েছেন৷

গাছের গুড়ি ফেলে কাজ বন্ধের চেষ্টা
রাস্তায় গাছের গুড়ি ফেলে কাজ বন্ধের চেষ্টা করেন তারা৷ পরিবেশবাদীদের দাবি, আড়াইশ বছর পুরোনো ওক গাছ রয়েছে এই বনে৷ রাস্তা চওড়া করতে হলে এই গাছগুলো কাটতে হবে৷

বনের মধ্য দিয়ে মহাসড়কের পরিকল্পনা
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে বনের ২৭ হেক্টর জমি পরিষ্কার করতে হবে৷ তবেই সড়কটি ৩ কিলোমিটার চওড়া করা সম্ভব হবে৷

জার্মান সরকারের পরিকল্পনার সাথে সাংঘর্ষিক
গত কয়েক মাস ধরেই পরিবেশবাদীরা বিভিন্ন এলাকায় বন রক্ষার দাবিতে প্রতিবাদ করে আসছে৷ তারা বলছে, গাছ কাটার এই পরিকল্পনা জার্মান সরকারের জলবায়ু পরিবর্তন রোধ নীতির সাথে সাংঘর্ষিক৷

ব্যারিকেড, হ্যামোকে অভিনব প্রতিবাদ
কেবল ব্যারিকেড দিয়েই নয়, গাছে গাছে হ্যামক ঝুলিয়ে প্রতিবাদের অভিনব পন্থা বেছে নিয়েছেন পরিবেশবাদীরা৷

এ বছরের বেশি সময় ধরে বনের ভেতর
কোন কোন পরিবেশবাদী ট্রি হাউজগুলোতে গত বছরের শেষ থেকে অবস্থান করছেন৷ এদের মধ্যে আটক করা হয়েছে ১৬ জনকে৷

বার্লিন থেকে যাত্রা
গাছ রক্ষার দাবিতে গত বছর বার্লিন থেকে দুই হাজার মানুষ হেঁটে এবং সাইকেলে করে হেসেতে পৌঁছান৷

তিন ভাগ গাছ কাটা হবে
সড়ক নির্মাণ প্রতিষ্ঠান ডেগেজ জানিয়েছে, সড়ক চওড়া করতে জঙ্গলের তিন ভাগ গাছ কাটা পড়বে আর পুরোনো ওক গাছগুলো মোট গাছের মাত্র ৮ ভাগ বলে জানিয়েছে তারা৷

কাজ শেষ হবে ২০২১ এ
আগামী বছরের সেপ্টেম্বরে এই সড়কের কাজ শেষ হওয়ার কথা৷

পআগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে