Dr. Neem on Daraz
Victory Day
সুস্থ থাকার সহজ উপায় ও স্বাস্থ্য রক্ষার সঠিক বিধান :পর্ব-৬

ব্যায়াম


আগামী নিউজ | ড. নিম হাকিম প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২০, ১১:০৮ পিএম
ব্যায়াম

৬) ব্যায়াম: ১. বয়স অনুযায়ী ছোট ছেলে-মেয়ে, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা সবারই ব্যায়াম করা উচিৎ। শরীরের জন্য ব্যায়াম অত্যন্ত উপকারী।

২. প্রতিদিন অল্প ব্যায়াম, হাঁটা ও সাঁতার কাটার অভ্যাস করুন, এতে শরীর বহু দিন সুস্থ ও সবল থাকবে।

৩. সকাল-সন্ধায় দেহে ঘাম না হওয়া পর্যন্ত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা দরকার, বিশেষ করে তাদের জন্যে যারা মস্তিস্কের কাজ বেশি করেন।

৪. শারীরিক পরিশ্রম না করা বহু ব্যাধির কারণ। তবে বয়সভেদে পরিশ্রমের পরিমাণ ও  প্রকৃতি   ভিন্ন হবে।

আগামী নিউজ/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে