Dr. Neem on Daraz
Victory Day
সুস্থ থাকার সহজ উপায় ও স্বাস্থ্য রক্ষার সঠিক বিধান:পর্ব-৩

পান


আগামী নিউজ | ড. নিম হাকিম প্রকাশিত: এপ্রিল ২২, ২০২০, ০৮:০৩ পিএম
পান

ছবি সংগৃহীত

৩) পান:
১. খাওয়ার সময় পানি পান না করে, খাওয়ার আধঘন্টা পর পান করা উচিৎ।

২. দিনে যত বেশি পানি পান করা যায় ততই ভাল।

৩. পরিশ্রম করে অথবা রৌদ্র থেকে এসে সাথে সাথে পানি পান করা ঠিক নয় ।

৪. চা বা গরম জাতীয় খাবার খাওয়ার সাথে সাথে পানি পান স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর।

৫, দিনে অন্তত ৮ থেকে ১২ গ্লাস পানি পান করুন। এটি বহুরোগের ঔষধ।

৬. তৃষ্ণা অবস্থায় মদ্য,চা,কফিপান স্বাস্থ্যের পক্ষে মারাত্বক ক্ষতিকর ।

৭. কৃত্রিম কোন পানীয় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

আগামী নিউজ/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে