Dr. Neem on Daraz
Victory Day

ঈদকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা নেই: আইজিপি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০২:২৮ পিএম
ঈদকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা নেই: আইজিপি

ঢাকাঃ ঈদকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন। তবে যেকোনো পরিস্থিতির কথা মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে বলে জানান তিনি।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সদরঘাটে নৌপথে ঈদযাত্রার সার্বিক প্রস্তুতি সরেজমিনে ঘুরে সাংবাদিকদের এ কথা জানান আইজিপি।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতির কথা জানিয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা আশা করি সম্মানিত নাগরিকরা পরিবারের সঙ্গে ঈদ করে আবার ভালোভাবে ফিরে আসতে পারবেন। কোথাও কোনো সমস্যা হলেও নৌপথে নৌপুলিশ, সড়কপথে হাইওয়ে পুলিশ কাজ করবে। এছাড়া ৯৯৯ এর মাধ্যমেও কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

আইজিপি বলেন, আমাদের সব ইউনিট, গোয়েন্দা সংস্থার সঙ্গে ক্লোজ যোগাযোগ আছে। সাইবার ইউনিটও কাজ করছে।

ঈদের ছুটিতে গ্রামে যাওয়া রাজধানীবাসীর উদ্দেশে পুলিশ প্রধান বলেন, আপনারা গ্রামে গেলে অনেক সময় বাসায় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী রেখে যান। দুষ্কৃতিকারীরা অনেক সময় সুযোগ বুঝে এসব চুরি করে। তাই অনুরোধ থাকবে প্রয়োজনে এগুলো নিকটাত্মীয় বা আস্থাভাজন কারও কাছে রেখে যাবেন।

সবার এমন আত্মীয় নাও থাকতে পারে। সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কী প্রস্তুতি আছে জানতে চাইলে আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের পুলিশের সব ইউনিটের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আছে।

এ সময় নৌপুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে