Dr. Neem on Daraz
Victory Day

৪৫ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ১২:৩৫ পিএম
৪৫ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাঃ দেশের বিভিন্ন জায়গায় ৪৫ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ জানুয়ারি) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আই ভিশন সেন্টারগুলো আমরা উদ্বোধন করছি, তবে অন্যান্য সেবার সঙ্গে অবশ্যই চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের এই উদ্যোগের ফলে এখন অনেক অন্ধ মানুষের চেখের আলো ফিরে এসেছে। এর মাধ্যমে উপজেলা হাসপাতালগুলোতেই সব ধরনের চোখের সমস্যায় রোগীরা সেবা নিতে পারবেন।

শেখ হাসিনা বলেন, আমরা এর আগে ৭০টি, এখন ৪৫টি উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেছি। লোকজন যেন সহজে হাসপাতালে আসতে পারেন সেজন্য রাস্তাঘাটের উন্নয়ন করে দিয়েছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫ হাজার শয্যার করে দেওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে ঢাকা মেডিকেল কলেজকে ৫ হাজার শয্যায় উন্নীত করার কাজ শুরু করতে দেরি হচ্ছে।

হাসপাতালের যন্ত্রপাতি ব্যবহারে প্রত্যেককে যত্নবান হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে