Dr. Neem on Daraz
Victory Day

প্রথমবার পদ্মা সেতু পাড়ি দিলেন রাষ্ট্রপতি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ০৩:৪১ পিএম
প্রথমবার পদ্মা সেতু পাড়ি দিলেন রাষ্ট্রপতি

ফাইল ছবি

ঢাকাঃ প্রথমবারের মতো পদ্মা সেতু পরিদর্শন শেষে সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (৭ অক্টোবর) বেলা পৌনে দুইটায় বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবদীন জানান, রাষ্ট্রপতির সঙ্গে পারিবারের সদস্য ও তার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন স্থানীয় নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।

রাষ্ট্রপতি সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করবেন। মোনাজাত শেষে পরিদর্শন বইয়ে সই করবেন তিনি।

পরে মোটর শোভাযাত্রা সহকারে জাতির পিতার সমাধি সৌধস্থল থেকে কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।

সেখান থেকে মাদারীপুর জেলার শিবচরে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত এবং মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন।

সন্ধ্যা সাতটার পরে শোভাযাত্রা সহকারে ঢাকা ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের।

এর আগে সকাল সোয়া ৭টায় ছোটবোন শেখ রেহানাসহ গণভবন থেকে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে