Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গোপসাগরে মিলল ৪০ ফুট লম্বা তিমি


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ০৫:৪৫ পিএম
বঙ্গোপসাগরে মিলল ৪০ ফুট লম্বা তিমি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি তিমি মাছের দেখা মিলেছে। তবে মাছটির কোনো নড়াচড়া না থাকায় সেটিকে মৃত বলে ধারণা করছে ভ্রমণে আসা পর্যটকরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে সেন্টমার্টিনের সংলগ্ন সাগরে এই তিমি মাছটি ভাসমান অবস্থায় দেখা যায়। এটিকে ‘বলেন’ প্রজাতির তিমি বলে ধারণা করা হচ্ছে। তিমি হচ্ছে, পৃথিবীর জল ও স্থলের সবচেয়ে বড় প্রাণী।

টেকনাফ সাব জোনের টুরিস্ট পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে করে সেন্টমার্টিন যাওয়ার সময় মাঝ পথে সমুদ্রে একটি বিশাল আকৃতির তিমি দেখা গেছে।

এসময় জাহাজে থাকা পর্যটকরা মোবাইল ফোনে এর ছবি ও ভিডিও ধারণ করে। তবে তিমি মাছটি মৃত ছিল বলে সবার ধারণা। মৃত তিমি মাছটি ৪০ ফুট লম্বা হতে পারে। এই তিমি মাছটি প্রথমে চোখে পড়ে পর্যটকদের। পরে মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে জাহাজে থাকা পর্যটকদের সবাই ছুটে যান সেটিকে এক নজর দেখতে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, সাগরে ভাসমান তিমির মৃতদেহের বিষয়টি স্থানীয় লোকজনের কাছে শুনেছি। তবে সেটি তীরে ভেসে আসলে পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সাগরে তিমির মৃতদেহের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে দলছুট হয়ে তিমি মাছটি সেন্টমার্টিনের কাছাকাছি এসেছে এবং তাপমাত্রার তারতম্যের কারণে মারা গেছে।

আগামীনিউজ/এমএন/এনএ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে