Dr. Neem on Daraz
Victory Day

প্রধানমন্ত্রীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন


আগামী নিউজ | ‍নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২১, ০৮:৫১ এএম
প্রধানমন্ত্রীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন

ঢাকাঃ ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

উপহার হিসেবে বিখ্যাত হাড়িভাঙা আম পাঠানোর জন্য মঙ্গলবার সন্ধ্যার পর তিনি টেলিফোনে শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পর ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানান।

এ প্রসঙ্গে তিনি লিখেছেন- ‘উপহার হিসেবে আম পাঠানোর জন্য আজ টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তার স্বাস্থ্যের বিষয়ে ও বাংলাদেশের কোভিড পরিস্থতির খোঁজখবর নিই। আমি শেখ হাসিনা ও তার পরিবারের সুস্থতা কামনা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইন্দো-বাংলাদেশ সম্পর্ক আরও সুদৃঢ় হোক।’

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে