Dr. Neem on Daraz
Victory Day

মা ইলিশ রক্ষা অভিযানে সারাদেশে গ্রেফতার ১৪২


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০, ১০:০৫ পিএম
মা ইলিশ রক্ষা অভিযানে সারাদেশে গ্রেফতার ১৪২

সংগৃহীত

মা ইলিশ রক্ষা অভিযানে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬টি অভিযান পরিচালনা করেছে নৌপুলিশ। অভিযানে ৪৭ লাখ ২২ হাজার ৫৯০ মিটার কারেন্ট জাল ও ৭৮৭ কেজি মা ইলিশ জব্দ ও ১৪২ জনকে গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। সোমবার (১৯ অক্টোবর) নৌপুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে নৌপুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম জানান, জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১৪ কোটি ৮০ লাখ ৭৮ হজার টাকা।

মাছের মূল্য প্রায় তিন লাখ ৯৩ হাজার ৫০০ টাকা টাকা। এসব মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে মা ইলিশ ধরায় চারটি ট্রলার এবং একটি স্পিডবোট জব্দ করেন নৌপুলিশ সদস্যরা।

মো. আতিকুল ইসলাম বলেন, অভিযান শেষে আটটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া চার জেলেকে ২১ হাজার টাকা অর্থদণ্ড ও ১০ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে