Dr. Neem on Daraz
Victory Day

আইইডিসিআর’র নতুন পরিচালক ডা. তাহমিনা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ১৯, ২০২০, ১১:৫৫ পিএম
আইইডিসিআর’র নতুন পরিচালক ডা. তাহমিনা

ছবিঃ অধ্যাপক ডা. তাহমিনা

ঢাকাঃ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর নতুন পরিচালক হিসেবে অধ্যাপক ডা. তাহমিনা শিরীনকে নিয়োগ দেয়া হয়েছে। ডা. তাহমিনা শিরীন অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার স্থালাভিষিক্ত হবেন।

আজ বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তিনি বর্তমানে একই প্রতিষ্ঠানে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভাইরোলজি) হিসেবে কর্মরত আছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অধ্যাপক ডা. তাহমিনা শিরীনের বদলি/পদায়নকৃত আদেশ ২০শে আগস্ট থেকে কার্যকর করা হবে। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের এই কর্মকর্তাকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত তার বদলি/পদায়নকৃত কর্মস্থলে থাকবেন।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে