Dr. Neem on Daraz
Victory Day

দ্বিতীয় দিনের মতো দুদকের মুখোমুখি স্বাস্থ্যের সাবেক ডিজি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৩, ২০২০, ১২:৩২ পিএম
দ্বিতীয় দিনের মতো দুদকের মুখোমুখি স্বাস্থ্যের সাবেক ডিজি

ছবি : সংগৃহীত

ঢাকা : স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ দ্বিতীয় দিনের মতো আজও রিজেন্ট হাসপাতাল নিয়ে অনিয়ম ও জালিয়াতির ঘটনায় জবাব দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) গেছেন।

আজ বৃহস্পতিবার সকালে তিনি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান।

গতকাল বুধবার সকালে কোভিড-১৯ মোকাবিলায় সরকারের মাস্ক-পিপিই ক্রয়ে কেলেঙ্কারির ঘটনায় জবাব দিতে দুদকে গিয়েছিলেন তিনি।

নানা অনিয়ম ও অভিযোগের প্রেক্ষিতে দুটি অভিযোগ অনুসন্ধানে বক্তব্য নেয়ার জন্য গত ৬ আগস্ট আবুল কালাম আজাদকে তলব করেছিল দুদক। তলবের চিঠিতে আবুল কালাম আজাদকে ১২ ও ১৩ আগস্ট হাজির হতে বলা হয়।

বুধবার আবুল কালাম আজাদ বলেছিলেন, 'দুর্নীতি যেই করুক আমি তার শাস্তি চাই।' তদন্তের বিষয়ে দুদককে সবরকমের সহযোগিতা করবেন বলেও জানান স্বাস্থ্যের সাবেক ডিজি। এছাড়া একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে বলেও উল্লেখ করে তিনি।

উল্লেখ্য, মহামারী করোনার সময়ে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য সুরক্ষা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে তলব করে দুর্নীতি দমন কমিশন।

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে