Dr. Neem on Daraz
Victory Day

আগারগাঁওয়ে  র‌্যাবের সাথে গোলাগুলিতে নিহত-১


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২১, ২০২০, ১২:৫০ পিএম
আগারগাঁওয়ে  র‌্যাবের সাথে গোলাগুলিতে নিহত-১

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর আগারগাঁও লিংক রোডে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কবির হোসেন (৪৫) নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, গুলিসহ বিদেশি অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ভোরে র‌্যাবের চেকপোস্টে তল্লাশি চলাকালে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। র‌্যাব জানায়, নিহত কবির হোসেনের বাড়ি গাজীপুরের শ্রীপুরে। তিনি মাদক ও অস্ত্র ব্যবসায়ী।

র‌্যাব-২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী আগামী নিউজকে বলেন, রাজধানীর শেরে-বাংলা নগর থানাধীন পঙ্গু হাসপাতালের সামনের সড়কে র‌্যাবের চেকপোস্ট চলছিল।

বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে একটি মোটরসাইকেলে শ্যামলীর দিক থেকে দুইজন আসেন। চেকপোস্টের ঠিক আগে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন নেমে যান। এরপর হঠাৎ মোটরসাইকেল থেকে র‌্যাবকে টার্গেট করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

মহিউদ্দিন ফারুকী বলেন, পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান করে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ১৩টি মাদক ও অস্ত্র মামলার তথ্য নিশ্চিত পাওয়া গেছে।

আগামী নিউজ/ আরিফ/ তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে