Dr. Neem on Daraz
Victory Day

আনসার বাহিনীতে ১৬১ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৩, ২০২০, ০৫:৩৫ পিএম
আনসার বাহিনীতে ১৬১ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের মোট ১৬১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৩ মে) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আনসার বাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে রয়েছেন— বাহিনীর একজন উপ-মহাপরিচালক, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪ জন অঙ্গীভূত আনসার, একজন মহিলা আনসার এবং একজন নার্সিং সহকারী।

আক্রান্ত সদস্যদের মধ্যে ৫৮ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ৬৬ জন অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কর্মরত। বাকিরা কেউ সদর দপ্তর, কেউ বিভিন্ন জেলায় কর্মরত।

আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন একজন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৩৪ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৫০ জন আনসার সদস্য করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। করোনা ভাইরাসে ইতোমধ্যে বাহিনীটির একজন সদস্য মারা গেছেন।

আগামী নিউজ/ আরিফ/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে