Dr. Neem on Daraz
Victory Day
মিরপুরের ঝুটপট্টিতে আগুন

চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৪, ২০২০, ০৫:৫২ পিএম
চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

ঢাকা : রাজধানীর মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে লাগা আগুনের ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করবে।

শনিবার (১৪ মার্চ) বিকালে ঝুটপট্টির পাশে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইনেন্স) লে. কর্ণেল জিল্লুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আগুন প্রথমে জুট গোডাউন থেকে লেগে পাশের তিনটি ভবনে বিস্তৃত হয়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ভবনে প্রবেশ করার মতো পর্যাপ্ত স্পেস ছিল না। জুট থাকায় আগুন নেভানো একটু কষ্টসাধ্য ছিল।

তিনি আরো জানান, এ ঘটনায় কেউ নিহত হয়নি। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে  হাসপতালে পাঠানো হয়েছে।

আগামীনিউজ/আরিফ/নুসরাত 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে