Dr. Neem on Daraz
Victory Day

সিরিয়ায় সেনাবাহিনীর ওপর ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০৪:৪২ পিএম
সিরিয়ায় সেনাবাহিনীর ওপর ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

ঢাকা : সিরিয়ার কুনেইত্রা প্রদেশে সেনাবাহিনীর ওপর ইসরাইলি হামলায় তিন সেনা আহত হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে, আজ (শুক্রবার) ভোরে হেলিকপ্টার থেকে কুনেইত্রা সদর, আল-কাহতানিয়া এবং আল-হারিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এর ফলে তিন সেনা আহত হয়েছে। গোলান মালভূমির আকাশ থেকে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের রক্ষা করতে ইসরাইল সেদেশে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে। সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করলেও মাঝে মধ্যেই কোনো কোনো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

সিরিয়ার ইদলিবে যখন সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে ঠিক তখনি ইসরাইলি হামলা বৃদ্ধি পেলো। সিরিয়ায় তৎপর সন্ত্রাসীরা কখনোই মুসলিম বিশ্বের প্রধান শত্রু দখলদার ইসরাইলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নি বরং অনেক সন্ত্রাসী ইসরাইলে চিকিৎসা নিয়েছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের সাহায্যে মুসলমানদের ধ্বংসের ষড়যন্ত্রের অংশ হিসেবে সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নিয়েছে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকাসহ কয়েকটি আঞ্চলিক দেশ। সূত্র : পার্স টুডে

আগামীনিউজ/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে