Dr. Neem on Daraz
Victory Day

এবার সামরিক বিমানে ক্ষেপণাস্ত্র বসালো ইরান


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২০, ১১:১৬ এএম
এবার সামরিক বিমানে ক্ষেপণাস্ত্র বসালো ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আটটি জঙ্গিবিমান পেয়েছে। বিদেশে তৈরি করা এসব বিমানে ইরানের বিশেষজ্ঞদের মাধ্যমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে প্রেসটিভি জানিয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ইরানের বিমান পরিবহণ সংস্থায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এসব বিমান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেন, বিমানগুলো এফ-৪, এফ-১৪, সুখই ও মিগ মডেলের। এছাড়া, যাত্রাবাহী বিমান ৭০৭ ও সি-১৩০ মডেলেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি।   

প্রতিরক্ষামন্ত্রী হাতামি বলেন, ‘গত ৪০ বছর ধরে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ চলাকালীন সময়ে এবং তেহরানের বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের নিষেধাজ্ঞা ও হুমকি থাকার কারণে উন্নত প্রযুক্তির অধিকারী দেশগুলো ইরানের বিমান বাহিনীকে বিমানের যন্ত্রাংশ এবং বিক্রি পরবর্তী সেবা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।’

তিনি বলেন, নানা মহলের পক্ষ থেকে এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও তার দেশ বিমান পরিবহন খাতে অনেক গুরত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে প্রমাণ করেছে যে নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে কিভাবে আত্মনির্ভরশীল হতে হয়।

জেনারেল আমির হাতামি আরো বলেন, সামরিক বিমানগুলোতে প্রয়োজন অনুযায়ী রদবদল করার জটিল প্রক্রিয়া কেবল কয়েকটি ক্ষমতাশালী দেশের কাছে সীমাবদ্ধ রয়েছে। নতুনভাবে পরিবর্তন আনা এসব বিমান আধুনিক যুদ্ধ ক্ষেত্রে ব্যবহারের পাশাপাশি সেগুলোতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি স্থাপন করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ ১,০০০ কিলোমিটার বলেও জানান তিনি। সূত্র : পার্স টুডে

আগামীনিউজ/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে