Dr. Neem on Daraz
Victory Day

ত্রাণ দিলো ৩৪তম বিসিএস ফোরাম


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: এপ্রিল ৩, ২০২০, ১১:৩৩ পিএম
ত্রাণ দিলো ৩৪তম বিসিএস ফোরাম

ঢাকা:  নভেল করোনাভাইরাস বিস্তার রোধে কর্মহীন দুঃস্থ ও গরীবদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ৩৪ তম বিসিএস ফোরাম। শুক্রবার(৩এপ্রিল) বিকালে পুরান ঢাকার  বকসিবাজার কারা- অধিদপ্তরের মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়।

শতাধিক গরীবের মাঝে বিতরণ করা ত্রাণের ব্যাগের মধ্যে ছিল- ৩ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ, আধা লিটার তেল, ১টি সাবান ও ১টি করে মাস্ক।

ফেরামের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেন বলেন, শুক্রবার  পুরো বিশ্ব করোনার তান্ডবে জর্জরিত, এই পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখেই দুঃস্থ ও অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য যে সকল ব্যাচমেট আর্থিক সহয়তা করছে ফোরামের পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ দেই।

এ ধারা যেকোন দুর্যোগে অব্যাহত থাকবে এবং বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

উক্ত ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ৩৪ ফোরামের সভাপতি গাজী আজিজুর রহমান,  সৈয়দ মোরাদ, ডা. রজতকান্তি দাস,  ডা. রকিব হোসেন, মামুন,  সামাদ ও মো. রবিউল ইসলাম।

আগামী নিউজ/সুমন/নাঈম
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে