Dr. Neem on Daraz
Victory Day

করোনা সংকটে পুলিশের প্রশংসনীয় ২০ কাজ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: এপ্রিল ৩, ২০২০, ০৩:০২ পিএম
করোনা সংকটে পুলিশের প্রশংসনীয় ২০ কাজ

ঢাকা: বিশ্বজুড়ে করোনাভাইরাস সংকটে মহামারি রোগটির বিস্তার রোধে শুরু থেকেই পুলিশ সমন্বিত উদ্যোগের সাথে দৃঢ় মনোবল আর উদ্ভাবনী চিন্তার সন্নিবেশ ঘটিয়ে লড়ে যাচ্ছে অবিরাম। পুলিশের দুই লাখের বেশি সদস্যদের একটাই লক্ষ্য দেশ ও দেশের নাগরিকদের পাশে থেকে নিরন্তন সেবা প্রদান।

করোনার বিরুদ্ধে চলমান লড়াইয়ের পাশাপাশি সম্মানিত নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আপদকালীন সময়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য গ্রহণ করেছে সমন্বিত কর্মকৌশল।

পুলিশের এসব কর্মকাণ্ডে একদিকে যেমন এখনো দেশে নিয়ন্ত্রণে রয়েছে করোনার বিস্তার, অন্যদিকে মানুষ মধ্যে সৃষ্টি করেছে ইতিবাচক মানসিকতার। করোনাভাইরাস সংকটকালে পুলিশের 
প্রশংসনীয় ২০ কাজ, যা চলমান রয়েছে। 

১. অবৈধ মজুদ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বাজার মনিটরিং ও সরবরাহ স্বাভাবিক রাখতে পুলিশী তৎপরতা বৃদ্ধিকরণ।

২. করোনা গুজব প্রতিরোধের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে মনিটরিং এবং দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ।

৩. পুলিশ কর্তৃক সম্মানিত নাগরিকদের মধ্যে মাস্ক ও গ্লোবস বিতরণ।

৪. বিভিন্ন উপায়ে প্রচার কার্যক্রম পরিচালনা এবং মানুষকে সচেতনকরণ।

৫. হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে পুলিশের চলমান অভিযান পরিচালনা।

৬. হাত ধোয়ার বিষয়ে সচেতন করতে পুলিশের হাত ধোয়া কার্যক্রম পরিচালনা।

৭. পুলিশ কর্তৃক হ্যান্ড স্যানিটাইজার তৈরি এবং পিছিয়ে পড়া সাধারণ মানুষের মধ্যে বিতরণ।

৮. পুলিশ কর্তৃক পরিচ্ছন্নতার জন্য জীবানুনাশক ছিটানোর কার্যক্রম।

৯. পুলিশের ব্যবহৃত গাড়ি ও অফিস আঙিনা জীবাণুমক্তকরণ।

১০. বাসায় অবস্থানরত ও ভাসমান মানুষের মধ্যে বি‌শেষ প‌রি‌স্থি‌তি‌তে পুলিশের খাবার বিতরণ।

১১. পুলিশ সদস্যদের জন্য কোয়ারেন্টাইন সুবিধা চালুকরণ।

১২. পুলিশ কর্তৃক করোনা ভাইরাসে আক্রান্ত কিংবা করোনা ভাইরাস সন্দেহে মৃত ব্যক্তির দাফনে উপস্থিতি ও প্রয়োজন অনুসারে অন্যান্য সাহায্য প্রদান।

১৩. পুলিশ সদস্য ও পুলিশ ইউনিটসমূহের সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ।

১৪. করোনা প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠন।

১৫. জীবনের ঝুঁকি নিয়ে বহুল জনসমাগম স্থানসমুহ থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া।

১৬. সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে হিজড়া ও বেদে সম্প্রদায়ের জন্য সুরক্ষা উপকরণ ও খাবার বিতরণ।

১৭. সম্মানিত বিদেশ ফেরত প্রবাসী নাগরিকদের তথ্য উপাত্ত সংগ্রহ এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয়করণ।

১৮. বিমানবন্দর, স্থলবন্দর সহ দেশের অন্যান্য প্রবেশদ্বারসমূহে থার্মাল স্ক্যানার স্থাপনসহ সুরক্ষা নিশ্চিতকরণ।

১৯. হাটবাজার, পতিতাপল্লী সহ অন্যান্য স্থানে করোনাবিস্তার রোধে এলাকাভিত্তিক বিশেষ পদক্ষেপ গ্রহণ।

২০. গণপরিবহন বন্ধের কারণে যাতায়াতের সমস্যায় পড়া চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জন্য পরিবহণ সুবিধা চালুকরণ।

করোনা ভাইরাসের বিস্তার রোধে উল্লেখিত উদ্যোগের পাশাপাশি বাংলাদেশ পুলিশ সকল অংশীজনদের সাথে সমন্বয় করে দেশ মাতৃকার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রিয় দেশমাতৃকার তরে সম্মানিত নাগরিকদের পাশে সর্বদাই বাংলাদেশ পুলিশ।


আগামী নিউজ/সুমন/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে