Agaminews
Dr. Neem Hakim

হাসি ফাউন্ডেশনের মাস্ক,হ্যান্ডওয়াশ ও সাবান বিতরন 


আগামী নিউজ | ঢাকা প্রকাশিত: মার্চ ২৫, ২০২০, ১১:২৪ পিএম
হাসি ফাউন্ডেশনের মাস্ক,হ্যান্ডওয়াশ ও সাবান বিতরন 

করোনা ভাইরাস প্রতিরোধে হাসি ফাউন্ডেশন, মালিবাগ রেললাইন বস্তি এলাকায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মাস্ক, হ্যান্ডওয়াস এবং সাবান বিতরন করেছেন।

হাসি ফাউন্ডেশন ২০১৭ সাল হতে প্রতি মাসে একবার করে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পুষ্টিকর খাবার, শিক্ষা সামগ্রী, চিকিৎসা সামগ্রী, শীত বস্ত্র, এবং স্বাস্থ্য সেবা ও মাদক বিরোধী ও সচেতনতা মূলক কাউন্সেলিং প্রদান করে আসছে।

হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নয়ন ওঝা: দেশবাশির কাছে অকুল আবেদন জানিয়েছেন বর্তমান সময়ের ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করতে হবে এবং সমাজের পিছিয়ে পরা মানুষকে সহযোগিতা করতে হবে যাতে তারা ও করোনা ভাইরাস প্রতিরোধ করে সুস্থ থাকতে পারে।

এবং “হাসি” ফাউন্ডেশনের এই কার্যক্রম চলমান থাকবে এবং আপনারাও আমাদের সাথে প্রতক্ষ ও পরোক্ষ ভাবে অংশগ্রহন করতে পারেন এবং আমাদেরকে সহযোগিতা কতরে পারেন।

যোগাযোগ : নয়ন ওঝা,৫৭/বি সোনালীবাগ, মগবাজার,ঢাকা। মোবাঃ ০১৭১৪৮২৩৭৬৬।


আগামী নিউজ/সুমন/তামিম 

Dr. Neem