Dr. Neem on Daraz
Victory Day

বিরুপ জলবায়ু মোবাবিলায় তহবিল বরাদ্দে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০৬:৩০ পিএম
বিরুপ জলবায়ু মোবাবিলায় তহবিল বরাদ্দে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

ঢাকা : জলবায়ু পরিবর্তনের ফলে এর বিরূপ প্রভাব মোকাবিলার জন্য দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য তহবিল এবং কর্মসূচি বরাদ্দের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু অভিযোজন সম্পর্কিত বৈশ্বিক বোর্ড সভায় এ আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পাঠানো এক বার্তায় এ তথ্য জানান হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বিশ্ব সম্প্রদায়কে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয়ভিত্তিক সমাধান, উদ্ভাবন, জনসচেতনতা ও প্রযুক্তি হস্তান্তরের প্রয়োজনীয়তার ওপর জোর দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব যেমন বন্যা, খরা ও লবণাক্ততা প্রতিরোধে খাপ খাইয়ে নিতে হবে। এজন্য বীজ বিকাশ, বৃষ্টির পানি সংগ্রহ, ছাদ উদ্যান, নৌকা-স্কুল চালু ও ভাসমান কৃষিক্ষেত্রসহ বিকল্প পদ্ধতি বাস্তবায়ন করতে হবে।’

বার্তায় আরো বলা হয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রতিশ্রুতি এবং নেতিবাচক প্রভাব মোকাবিলায় সঠিক ব্যবস্থা নেওয়ায় জলবায়ু অভিযোজন সম্পর্কিত বৈশ্বিক বোর্ড সভায় বিশ্ব নেতারা বাংলাদেশের প্রশংসা করেন।

জলবায়ু পরিবর্তনের ইস্যুতে সোচ্চার হওয়া বিশ্ব নেতারা প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন। যার মধ্যে উল্লেখযোগ্য জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেনের মন্ত্রীরা।

আগামীনিউজ/রাফি/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে