Dr. Neem on Daraz
Victory Day

বাড়িতে গ্যাসের চুলা থাকলে যে নিয়মগুলো মানতে হবে


আগামী নিউজ | লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩, ১১:৪১ এএম
বাড়িতে গ্যাসের চুলা থাকলে যে নিয়মগুলো মানতে হবে

ফাইল ছবি

ঢাকাঃ সম্প্রতি বিভিন্ন জায়গায় বিষ্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় মানুষ এখন বেশ আত্ঙ্কগ্রস্থ অবস্থায় রয়েছে। গত দুইদিন আগেও বিভিন্ন স্থান থেকে গ্যাসের গন্ধ পাওয়া গেছে বলেও জানা যায়। তাই সবারই যার যার জায়গা থেকে সচেতন থাকা আবশ্যক। অধিকাংশ মানুষই এখন গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত। তাই সবারই জানা থাকা প্রয়োজন বাড়িতে গ্যাসের চুলা থাকলে কীভাবে বিপদমুক্ত রাখতে হবে ও যত্নে রাখতে হবে। তাহলে  চলুন জেনে নিই কিছু বিষয়—

  • কাজ শুরুর আগে সব জানালা-দরজা খুলে দিতে হবে। দরজা, সম্ভব হলে জানালার পাল্লাও বেশ কয়েকবার এদিক-ওদিক করে নেওয়া ভালো। এতে জমাট বাতাস সরে যাবে। ভেন্টিলেশন ফ্যান থাকলে চালু করে দিন। কিচেন হুড থাকলে চালিয়ে দিন।
  • রোজ কাজ শেষে শুকনা কাপড় দিয়ে চুলা মুছে রাখা জরুরি। প্রয়োজন হলে কাপড়টিকে ভিনেগার দিয়ে ভিজিয়ে নেওয়া যেতে পারে। তবে পানি দিয়ে ভেজানো যাবে না।
  • ভালো মানের চুলা ব্যবহার করুন। কিছু অর্থ সাশ্রয় করতে গিয়ে নিম্নমানের চুলার কারণে জীবন সংশয়ও হতে পারে।
  • মাসে একবার বার্নারের ছিদ্র এবং ক্রেট পরিষ্কার করুন ।
  • লাইনের গ্যাস এবং গ্যাস সিলিন্ডারের চুলা আলাদা। পিউরিফায়েড ন্যাচারাল গ্যাস (পিএনজি) এবং লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) জন্যও আলাদা চুলা ব্যবহার করতে হয়। একটির জন্য নির্দিষ্ট চুলা অন্যটিতে ব্যবহার করা উচিত নয়।
  • গ্যাস সিলিন্ডার ব্যবহার এবং এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার সময় সতর্ক থাকুন। নিরাপত্তার নিয়মগুলো মেনে না চললে সহজেই সিলিন্ডার থেকে ভয়াবহ বিস্ফোরণ হতে পারে।
  • চুলায় সমস্যা হলে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন।
  • সংযোগ লাইন বসানোর সময় জাতীয় ভবন নির্মাণ বিধিমালা মেনে চলা আবশ্যক। বিধিমালা অনুসারে গ্যাসের লাইন অবশ্যই ভবনের দেয়াল থেকে অন্তত আধা ইঞ্চি, বৈদ্যুতিক লাইন থেকে আড়াই ইঞ্চি এবং উত্তপ্ত স্থান থেকে ৬ ইঞ্চি দূরত্বে স্থাপন করতে হয়। 
  • দেয়াল বা স্ল্যাবের ভেতর গ্যাসের লাইন করা যাবে না।
  • সপ্তাহে একবার গ্যাস লিকেজ শনাক্তকরণ যন্ত্র দিয়ে গ্যাসলাইন পরীক্ষা করুন। তেল জমছে কি না, দেখুন।
  • গ্যাসলাইনের খুব কাছাকাছি জায়গায় ড্রিল করবেন না বা এমন কিছু করবেন না, যাতে লাইনের ক্ষতি হতে পারে।
  • গ্যাসলাইনের কাজ করাতে হলে যথাযথ কর্তৃপক্ষের সহায়তা নিন।
  • অবৈধ সংযোগ নেওয়া থেকে বিরত থাকুন।
  • ধূমপান করবেন না। করলেও জ্বলন্ত সিগারেট কোথাও ফেলবেন না।
  • জ্বলন্ত ম্যাচের কাঠিও এদিক-ওদিক ফেলা যাবে না।

অগ্নিদুর্ঘটনা ঘটাতে পারে, এমন কাজ অন্যকে করতে দেখলে তাঁকে বিষয়টির গুরুত্ব বুঝিয়ে বলুন।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে