Dr. Neem on Daraz
Victory Day

হাইতিতে ৪.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০২:৩৭ পিএম
হাইতিতে ৪.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩

ঢাকাঃ হাইতির জেরেমি শহরে প্রবল ভূমিকম্পে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (৬ মার্চ) সকালে হাইতির গ্র্যান্ড’আনসেতে ৪ দশমিক ৯ মাত্রার মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। যা রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৩০০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল।

গ্র্যান্ড’আনসের বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান ক্রিস্টিনে মনকুয়েলে মঙ্গলবার বলেন, ‘এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তারা সবাই একই পরিবারের সদস্য। ভূমিকম্পের সময় বাড়ি ধসে পড়লে তারা নিহত হন।’

গত কয়েকদিনের অতিবৃষ্টি ও ভূমিধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে হাইতির জনজীবন। এরমাঝেই দেশটিতে আঘাত হানল ভূমিকম্প।

বৃষ্টি ও ভূমিকম্পের কারণে ইতোমধ্যে হাইতিতে প্রাণ গেছে ৪২ জনের। এছাড়া বাস্তুহারা হয়েছেন কয়েক হাজার মানুষ।  

হাইতিতে দুই বছর আগে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। ওই ঘটনার পর মঙ্গলবারই আবার ভূমিকম্পে দেশটিতে প্রাণহানির ঘটনা ঘটেছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে