ঢাকা : করোনভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রাণকেন্দ্র নিউইয়র্কে বৃহস্পতিবার জরুরি অবস্থা জারি করা হয়েছে।
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিও এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা দীর্ঘ লড়াইয়ে নেমেছি। খুব শিগগিরই এটি শেষ হবে না। এটি একটি কঠিন লড়াই হতে চলেছে।’ তার আশঙ্কা, করোনায় শহরের বহু মানুষ মারা যেতে পারে।
এর আগে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো সেখানে ৫’র বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। শুক্রবার (১৩ মার্চ ) স্থানীয় সময় বিকাল ৫টা থেকে তার এই ঘোষণা কার্যকর হওয়া কথা রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।
তবে এই নিষেধাজ্ঞা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে তা নিয়ে কিছু বলেননি গভর্নর কুওমো। তিনি কেবল বলেন, এটি পরিস্থিতির ওপর নির্ভর করবে।
এছাড়া করোনা ঠেকাতে ১২ এপ্রিল পর্যন্ত বাতিল করা হয়েছে ওই রাজ্যের সব ধরনের জনসমাবেশ ও অনুষ্ঠান।
৮০ লাখের বেশি জনসংখ্যা অধ্যুষিত নিউইয়র্ক শহরে এ পর্যন্ত ৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রয়েছে ২৯ জন এবং স্বেচ্ছায় পৃথকীকরণে রয়েছে ১৭০০’র বেশি মানুষ। মেয়রের ধারনা, আগামী সপ্তাহে শহরে করোনায় আক্রান্তের এই সংখ্যা এক হাজারে পৌঁছাবে।
আগামীনিউজ/হাসি