Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

জবিতে ঈদের ছুটি ৬ মে থেকে ১৭ মে


আগামী নিউজ | আতিক ইয়াসির সিয়াম, জবি প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২১, ০৪:৫০ পিএম
জবিতে ঈদের ছুটি ৬ মে থেকে ১৭ মে

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পবিত্র জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ১১ দিনের ছুটি ঘোষণা।  ছুটি শুরু হবে আগামী ৬ মে থেকে এবং ছুটি থাকবে ১৭ মে পর্যন্ত। তবে ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

মঙ্গলবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য মহোদয়ের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী পবিত্র জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৬ থেকে ১৭ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। আর এ সময়ে সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা) চালু থাকবে।

আগামীনিউজ/নাহিদ