Dr. Neem on Daraz
Victory Day

পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে উইলস লিটল স্কুলের শিক্ষার্থীরা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৩:২১ পিএম
পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে উইলস লিটল স্কুলের শিক্ষার্থীরা

ঢাকা : রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তাবৃন্দ তাদেরকে সমগ্র জাদুঘর ঘুরিয়ে দেখান। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের গৌরব অবদান ও ইতিহাস শিক্ষার্থীরা অবগত হয়।

পরিদর্শনকালে তারা মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে পুলিশের অবদান সম্পর্কে সম্যখ ধারণা অর্জন করেন।

পরিদর্শন শেষে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ তাদের মন্তব্য জাদুঘরের পরিদর্শন বইতে তুলে ধরেন।

আগামীনিউজ/সুমন/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে