Dr. Neem on Daraz
Victory Day

৩৩ লক্ষ টাকায় বাস কিনল বরিশাল বিশ্ববিদ্যালয়


আগামী নিউজ | বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ববি প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২, ০১:১৭ এএম
৩৩ লক্ষ টাকায় বাস কিনল বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে সংযুক্ত হয়েছে নতুন বাস "আগুনমুখো" যার আসন সংখ্যা ৩০ টি।

যেটি ক্রয় করা হয়েছে সরকারি বাস সরবরাহকারী প্রতিষ্ঠান প্রগতি থেকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সূত্রে জানা যায় এর ব্যয় মূল্য ৩৩ লক্ষ ৮০ হাজার টাকা ৷

সোমবার (২১ নভেম্বর) দুপুর ১.৩০ মিনিটে ফিতা কেটে বাসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বদরুজ্জামান ভূঁইয়া ৷

বিষয়টি নিয়ে পরিবহন পুলের ম্যানেজার মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি আমাদের জন্য অনেক আনন্দের প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ২ নং রুটে (নতুনবাজার টু বিশ্ববিদ্যালয়) বাসটি শিক্ষার্থী চলাচলের জন্য ব্যবহৃত হবে আশা করি এই বাসটি দেওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা লাঘব হবে।

উল্লেখ্য, এর আগে এ বছরেই গত ১২ ই এপ্রিল চিত্রা ও বৈকালী নামের দুটি বাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হয়।

মাসুম মাহমুদ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে