Dr. Neem on Daraz
Victory Day

ইবির চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১৪ নভেম্বর


আগামী নিউজ | ক্যাম্পাস প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ০৪:০৫ পিএম
ইবির চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১৪ নভেম্বর

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৪ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে। শনিবার (১২ নভেম্বর) বি ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভুক্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস (চারুকলা) বিভাগে ভর্তির আবেদন করেছে তাদের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে ঐ দিন নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ফাইন আর্টস বিভাগে মোট আসন রয়েছে ৩০টি। যার মধ্যে 'এ' ইউনিটের জন্য ৯টি, 'বি' ইউনিটের জন্য ১৫টি ও 'সি' ইউনিটের জন্য ৬টি আসন বরাদ্দ রয়েছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে