Dr. Neem on Daraz
Victory Day

বেরোবিতে রণন’র সভাপতি তুহিন ওয়াদুদ, সম্পাদক হৃদি অর্জয়িতা


আগামী নিউজ | বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বেরোবি প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০৩:৫৯ পিএম
বেরোবিতে রণন’র সভাপতি তুহিন ওয়াদুদ, সম্পাদক হৃদি অর্জয়িতা

রংপুরঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাংস্কৃতিক সংগঠন রণন’র নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে আটটায় হেয়াত মামুদ ভবনের দ্বিতীয় তলার শ্রেণী কক্ষে এক সভায় আগামী এক বছরের জন্য ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

রণন কর্মীদের সর্বসম্মিতক্রমে এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সহ-সভাপতি হিসেবে ড. নিত্য ঘোষ এবং একই বিভাগের শিক্ষার্থী হৃদি অর্জয়িতা সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন। 

কমিটির অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ নুসরাত জাহান সরকার, যুগ্ম সম্পাদক দীপা রাণী রায় সজ্জা, সাংগঠনিক সম্পাদক সামবিল মিয়া, দপ্তর সম্পাদক লাবণী আক্তার লাবণ্য, নাট্যসম্পাদক সোহেল রানা, আবৃত্তি সম্পাদক রিপন মিয়া, নৃত্য সম্পাদক দীপা রাণী দাস প্রিয়া, গীতি সম্পাদক মেসবাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান, প্রকাশনা সম্পাদক মুশফিক খান আকাশ, সহপ্রকাশনা সম্পাদক বিশাল নুনিয়া, অনুষ্ঠান সম্পাদক নাঈমুর রহমান, সহ অনুষ্ঠান সম্পাদক ঋতুপর্ণা দাস, পরিবেশ সম্পাদক সুরাইয়া আক্তার, সদস্য সিদরাতুল মুনতাহা রাফা, উম্মে সালমা লাবণী এবং পূজা রায়।

অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে রণনের কার্যনির্বাহী কমিটি গঠনবিষয়ক সভায় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আরিফ, সঞ্জয় চৌধুরী, সাবেক রণন কর্মী আবৃত্তিশিল্পী জামিউর রাব্বি প্রমুখ। 

প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সাংস্কৃতিক সংগঠন রণন। রণন এর বয়স ১৪ বছর। ২০০৯ সালের ১২ এপ্রিল রণন প্রতিষ্ঠা করা হয়।

এমইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে