Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ১৯ শিক্ষক-শিক্ষার্থী


আগামী নিউজ | বেরোবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ০২:৩৫ পিএম
বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ১৯ শিক্ষক-শিক্ষার্থী

রংপুরঃ অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৬ জন শিক্ষক ও ৩ শিক্ষার্থী।

এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষকদের এ তালিকায় স্থান পেয়েছেন তারা। বেরোবি গবেষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড.আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম। এরপর যথাক্রমে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব,পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান,পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহজামান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রুকাইয়া সালাম, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড.ফেরদৌস রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আল হেলাল,ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূর আলম সিদ্দিক, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এইচ এম তৌহিদুল ইসলাম, মোঃ হাসানুজ্জামান, রসায়ন বিভাগের প্রভাষক মোস্তফা কাইয়ুম শারাফাত, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড.সিদ্দিকুর রহমান, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড.আপেল মাহমুদ, সমাজবিজ্ঞান বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ড.সোহেলা মুসতারী, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইসমিতা তাসনিম, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক এ.কে.এম কাজী সাজ্জাদ হোসেন, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড.আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম বলেন,আমি যে কাজ করছি তা কোন পুরস্কার প্রাপ্তির জন্য নয়। আমার ভালো লাগার জায়গা থেকে কাজ করছি।

এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিংয়ে আমার তিনজন শিক্ষার্থী স্থান পেয়েছে,এটা সত্যিই আমাদের জন্য আনন্দের বিষয়।

আন্তর্জাতিক মানের এ সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং-২০২২ এর তালিকায় বাংলাদেশের ২ হাজার ৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ১৯ জন গবেষক স্থান পেয়েছেন।

প্রসঙ্গত, সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে।

সিহাব মন্ডল/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে