Dr. Neem on Daraz
Victory Day

ডিআইইউ ক্যাম্পাস আবারও বন্ধ, ক্লাস হবে অনলাইনে


আগামী নিউজ | ডিআইইউ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ১০:৩৩ এএম
ডিআইইউ ক্যাম্পাস আবারও বন্ধ, ক্লাস হবে অনলাইনে

ঢাকাঃ করোনার বিশেষ ধরন ও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আবারও ক্যাম্পাস বন্ধ এবং সশরীরে ক্লাস গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই ফলশ্রুতিতে আবারও শুরু হচ্ছে অনলাইন ক্লাস।

শনিবার (২২ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনায় এবং সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনার আলোকে এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা ও বিভাগীয় প্রধানদের সমন্বয়ে কর্তৃপক্ষের এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামী রবিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত সকল ক্লাস অনলাইনে চলবে; যা অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে ;তবে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অফিসসমূহ খোলা থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।'

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) যথারীতি অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অবস্থান করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয়। এছাড়াও খুব কঠোরভাবে ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ করা হয়েছে।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে