Dr. Neem on Daraz
Victory Day

ডিআইইউ এলিট ইংলিশ ক্লাবের সভাপতি সারা-সম্পাদক আশরাফ


আগামী নিউজ | ডিআইইউ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ১০:২৮ এএম
ডিআইইউ এলিট ইংলিশ ক্লাবের সভাপতি সারা-সম্পাদক আশরাফ

ঢাকাঃ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ)'তে  ইংরেজি বিভাগের এলিট ইংলিশ ক্লাবের ২০২২ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের মাস্টার্স ৩৩ তম ব্যাচের রেজওয়ানা করিম সারা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আশরাফ।

শুক্রবার (২২ জানুয়ারী) রাতে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এস আল জুবায়ের অনুমোদিত ১ বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট  নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

৩১ সদস্য বিশিষ্ট কমিটি’র অন্যান্য সদস্যরা হলেন

জান্নাতুল ফেরদৌস স্বর্ণা।
সহ-সভাপতি– সাখাওয়াত মিশু, যুগ্ন-সাধারণ সম্পাদক-নাগিব হাসান ও সাকিব হাসান, অর্থ সচিব- মোঃ মাহফিজুর রহমান, উপ অর্থ সম্পাদক-ওমর ফারুক, সাংস্কৃতিক সম্পাদক - ফারিয়া ইসলাম, উপ-সাংস্কৃতিকসম্পাদক-হৃদয়,
সাইফুল্লাহ খালিদ,শর্মিষ্ঠা।

ক্রীড়া সম্পাদক-আহসান হাবীব, উপ-ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক, রাকিব হাসান, আবুল খায়ের, মেহেদী হাসান, সুমন,দপ্তর সম্পাদক-মেহনাজ,উপ-দপ্তর সম্পাদক- অরিন, মাফিন, হাসিব, সাংগঠনিক সম্পাদক- মির কাসেম, উপ-সাংগঠনিক সম্পাদক- মাহাদী, ফাতেমা তুজ জোহরা, সাব্বির হোসাইন, বিতর্ক সম্পাদক- ওয়ারা পিও, উপ বিতর্ক সম্পাদক সাইমন, আফিফা সুলতানা, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক-রিয়াজ হাওলাদার,উপ-গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক-সজীব,পূণ্য।

প্রধান উপদেষ্টা হিসেবে আগের মতোই আছেন মোঃ আতিকুর রহমান মামুন। উপদেষ্টা আবু বকর সিদ্দিক ও আরিফ আহমেদ।

ক্লাবের প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দক্ষ নেতৃত্ব দেবার যোগ্যতা অর্জন এবং সম্ভাবনাময় আগামী গড়ে তোলার লক্ষ্যে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। আমি আশাবাদী আজকের যোগ্য শিক্ষার্থীরা ভবিষ্যতের আগামীর দিনগুলো উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে ভূমিকা রাখবে।

এলিট ইংলিশ ক্লাবের সভাপতি রেজওয়ানা করিম সারা বলেন, 'দীর্ঘ দুই বছর পর ইংরেজি বিভাগের এলিট ইংলিশ ক্লাবের নতুন এই পথচলায় সবাইকে সাথে পাব এমনটাই আমাদের কাম্য। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইংরেজি বিভাগ আমার পরম ভালোবাসার জায়গা। শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী, প্রিয় অগ্রজ এবং অনুজদের সাথে নিয়ে ভালোবাসার জায়গাটা আরো শক্ত করে নিতে চাই। সকলের সহযোগিতায় এলিট ইংলিশ ক্লাব ও ইংরেজি বিভাগ আলোর মশাল হাতে নিয়ে এগিয়ে যাবে আরো অনেক দূর- এটাই প্রত্যাশা, এটাই স্বপ্ন!'

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে